আইফোন ৭ কিনলে হারাতে হবে চাকরি!

প্রকাশ: ২০১৬-১০-০২ ১০:৩৫:৫৯


china-iphoneআইফোনের প্রতি আকর্ষণ নেই এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু সেই আইফোনের নতুন ভার্সন (আইফোন ৭) কিনতে গেলে নাকি চাকরিটাই হারাতে হবে! অবিশ্বাস্য হলেও চীনের হেনান প্রদেশের একটি ঔষধ প্রস্তুত প্রতিষ্ঠান এমন হুঁশিয়ার দিয়েছে।
এক নোটিশ জারির মাধ্যমে নানিয়াং ইয়ংক্যাং মেডিসিন কোম্পানি নামের ঐ প্রতিষ্ঠানটি আইফোনের নতুন মডেল কিনতে নিষেধ করেছে। প্রতিষ্ঠানটি বলেছে, এই ভঙ্গ করলে শুধু অব্যাহতি পত্র জমা দিতে অফিস আসতে পারবেন কর্মীরা। নোটিশে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিদেশি পণ্য বর্জনের কথাও বলা হয়।
নোটিশটি চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ওয়েইবোতে ব্যাপক হারে শেয়ার হচ্ছে। সেখানে অনেকেই হ্যাশট্যাগ হিসেবে লিখছেন ‘আইফোন ৭ কিনে চাকরি হারাচ্ছেন কর্মীরা’।
কোন কোন ওয়েইবো ব্যবহারকারী লিখছেন, আইফোন ৭ না কেনার সিদ্ধান্তও চীনের জন্য ক্ষতির কারণও হতে পারে, কারণ অ্যাপলের পণ্যসমূহ চীনের ফক্সকন নামের প্রতিষ্ঠানের কারখানাতেই তৈরি হয়।
চীনা ভাষায় লেখা সেই নোটিশটির একটি কপি ওয়েইবোতে ছড়িয়ে পড়েছে।
নানিয়াং ইয়ংক্যাং মেডিসিন কোম্পানির এই সিদ্ধান্ত এখন অন্যান্য প্রতিষ্ঠানও অনুসরণ করছে বলে জানা যাচ্ছে। এগুলোর মধ্যে হেনান প্রদেশেরই আরো একটি প্রতিষ্ঠান রয়েছে যেটির নাম এখনো জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই প্রতিষ্ঠানটিও নোটিশ দিয়ে বলেছে, যার কাছেই আইফোন ৭ পাওয়া যাবে তাকে চাকরি হারাতে হবে। খবর: বিবিসি।