২ লাখ কোটি টাকা ছাড়িয়েছে খেলাপি ঋণ
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০৯-০৩ ১৮:৫৩:০৩
কোনোভাবেই থামছে না ব্যাংক খাতের লাগামহীন খেলাপি ঋণের বৃদ্ধি। নানা পদক্ষেপ নিয়েও এই খেলাপি ঋণের লাগাম টানতে পারছে না ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক। উল্টো দিন দিন এই খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। সর্বশেষ চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি।
মঙ্গলবার (৩ আগস্ট) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা দাঁড়িয়েছে। আর পরের প্রান্তিক জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার টাকা। সেই হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২৯ হাজার ৯৬ কোটি টাকা।
এএ