স্ত্রীসহ এনএসআই’র সাবেক ডিজির দেশত্যাগে নিষেধাজ্ঞা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-০৬ ১৩:৫৮:৪৯
স্ত্রী ফাহমিনা মাসুদসহ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টি এম জোবায়েরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্ত জোবায়েরের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ গ্রহণপূর্বক বিভিন্ন পদে চাকরিপ্রদান, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রদর্শনপূর্বক কোটি কোটি টাকা উপার্জন করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। একইসঙ্গে ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ডে লন্ডনে বাড়ি ক্রয়সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে।
এতে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। এ অবস্থায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ বিষয়ে আদালতে শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এম জি