মুক্তাগাছার সাবেক মেয়রকে গ্রেফতার করেছে র্যাব
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-০৯ ১২:৪৫:৫৮
র্যাব-১৪ অভিযান চালিয়ে ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন সরকারকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর ডিএমপি ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মঙ্গলবার তাকে গ্রেফতার করে।
এক প্রেস রিলিজের মাধ্যমে মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে ময়মনসিংহ র্যাব অফিস।
এ ব্যাপারে র্যাব অফিস সূত্রে জানা যায়, মেয়রের দায়িত্বে থাকাকালীন বিল্লাল হোসেন সরকারের নামে দখলদারিত্ব, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি, ঘুস গ্রহণসহ নানান অভিযোগে থানায় ৮টি মামলা হয়।
গ্রেফতার এড়াতে মামলার বোঝা মাথায় নিয়ে পলাতক ছিলেন সাবেক এই মেয়র। তাকে ধরতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে গোপন সংবাদের ভিত্তিতে বিল্লাল হোসেন সরকারকে ডিএমপি ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, বিল্লাল হোসেন সরকার প্রথমে যুবলীগ এরপর ২০০৫ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে দলীয় নৌকা প্রতীক নিয়ে ২০২১ সালের ১৬ জানুয়ারি মুক্তগাছা পৌরসভার মেয়র নির্বাচিত হন।
এনজে