হোয়াটসঅ্যাপের অজানা সুবিধা
প্রকাশ: ২০১৭-০২-১৪ ১২:১৭:৫২
হোয়াটসঅ্যাপের মেসেজ নোটিফিকেশন চেক করা দিয়ে অনেকেরই সকালের ঘুম ভাঙে। অনেকের আবার দিনের ব্যস্ত সময়ে আসা মেসেজের রিপ্লাই দিতে দিতে রাতে ঘুমাতে যাওয়া হয়। তাৎক্ষণিক মেসেজ আদানপ্রদানের এই অ্যাপ এখন গল্প-আড্ডা বা জরুরি কাজেরও ভরসা হয়ে উঠেছে। কিন্তু ২৪ ঘণ্টা যে চ্যাটিং অ্যাপে এত কথা বলছেন, নানান কিছু শেয়ার করছেন তার সব ফিচার কি আপনার জানা আছে?
মাঝেমাঝেই আপডেট হতে থাকে অ্যাপগুলোর সংস্করণ। আর এই আপগ্রেডেশনের সঙ্গে জুড়ে যায় কিছু নতুন ফিচার। কোথায় লুকিয়ে থাকে নতুন ফিচারগুলো তা অনেক সময় চোখে পড়ে না। তাই আপনি জানতেও পারেন না, এসবও হয় আপনার অ্যাপে!
এমনই কিছু ফিচার আছে হোয়াটসঅ্যাপে যা এখনও আপনার নজরেই আসেনি। একঝলকে দেখে নিন এইসব ফিচারগুলো:-
টু-স্টেপ ভেরিফিকেশন: এবার টু-স্টেপ ভেরিফিকেশন দিয়ে আপনি আপনার হোয়াটসঅ্যাপকে আরও সুরক্ষিত করতে পারবেন। আপনার স্মার্টফোন চুরি হয়ে গেলেও হোয়াটসঅ্যাপ নিয়ে ‘নো টেনশন’। আপনার রেজিস্টার্ড হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে অন্য ফোনে অ্যাপটি ব্যবহার করতে গেলে দিতে হবে আপনার সেট করা ছয় ডিজিটের ‘পাস-কোড’। এই ‘পাস-কোড’ ছাড়া টু-স্টেপ ভেরিফিকেশনে অসমর্থিত হোয়াটসঅ্যাপ নম্বর অন্য কেউ ব্যবহার করতে পারবে না।