মেলায় সাড়া ফেলেছে ‘সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা

প্রকাশ: ২০১৭-০২-১৬ ২১:৪৮:৪৫


hakimএবারের অমর একুশে বইমেলায় এসেছে উদয় হাকিমের ভ্রমণ-বিষয়ক বই ‘সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা’। ইতোমধ্যে মেলায় সাড়া ফেলেছে ভ্রমন বিষয়ক এ বইটি। বিক্রিও হচ্ছে আশানুরুপ বলে প্রকাশক সূত্র জানিয়েছে। বইটি বের করেছে অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মেলার ৪৫৬ নম্বর স্টলে পাওয়া যাবে। দাম মাত্র ২৫০ টাকা। ১১২ পৃষ্ঠার বইটিতে আছে ভিয়েতনাম, বালি ও মালদ্বীপ ভ্রমণের চমৎকার বর্ণনা। আরো আছে ভ্রমণের চমকপ্রদ সব ছবি, যা পাঠকদের দারুণভাবে আকৃষ্ট করবে।

বইটির সম্পর্কে উদয় হাকিম বলেন, বইটি ভ্রমণের হলেও এতে ইতিহাস এবং প্রত্নতত্ত্ব সযত্নে এড়িয়ে যাওয়া হয়েছে। যাতে পাঠক বিরক্ত না হন। গল্পের মতো করে কাহিনী বর্ণনা করা হয়েছে। আশা করছি, পাঠকদের ভালো লাগবে।