৮১ বছরের বৃদ্ধা তৈরি করলেন আইফোন অ্যাপ
প্রকাশ: ২০১৭-০৩-০৫ ১২:০৫:৩৯
বয়স কোন বিষয় না, ইচ্ছে আর মেধার পরিচর্যা করার মনমানসিকতা থাকেলে সব কিছু করে দেখানো যে সম্ভব তা প্রমাণ করে দেখালেন এই জাপানি নারী। ৮১ বছর বয়সে অর্থাৎ জীবনের শেষ প্রান্তে এসে বিশ্বের সবচেয়ে দামি ও অভিজাত ফোন আইফোনের অ্যাপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন।
জাপানি এ বৃদ্ধের নাম মাসাকো ওয়াকামিয়া। তার গল্পটা দারুণ। ৬০ বছর বয়সে কম্পিউটার চালাতে শিখেন, আশ্চর্য হলেও ঘটনাটি সত্য। এই বয়সে কম্পিউটার শেখার পর আর বসে থাকেননি তিনি। সেকেলে মানুষরা তরুণদের চেয়ে প্রযুক্তিতে পিছিয়ে আছে ধারণা পাল্টে দিলেন মাসাকো।
তার অ্যাপ বানানোর খবর বেশ প্রচারিত হচ্ছে গণমাধ্যমগুলোতে। আন্তর্জাতিক পর্যায়ে প্রযুক্তিপ্রেমীদের কাছে আকর্ষণীয় খবর হয়ে উঠেছে এটি।
মাসাকো ওয়াকামিয়া ৪৩ বছর জাপানের একটি গুরুত্বপূর্ণ ব্যাংকের কর্মকর্তা হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। অনেক পরে এসে তিনি কম্পিউটারের ব্যবহার শিখেছেন। আর সেই শিক্ষাকে কাজেও লাগিয়ে গেলেন। বিশ্বের সবচে অভিজাত মুঠোফোন আইফোনের নিজেই তৈরি করলেন একটি অ্যাপ।
গত সপ্তাহে ‘হিনাদান’ নামের ওই অ্যাপটির উদ্বোধন করা হয়। জাপানের গার্লস ডে উৎসবে তিনি উদ্বোধন করেন এই অ্যাপ। মানুষ কীভাবে নিজেদের ঐতিহ্যবাহী পুতুল সাজাবেন- তা শেখাবে হিনাদান অ্যাপ।
উল্লেখ্য, ‘হিনা’ শব্দের অর্থ পুতুল। আর ‘দান’ মানে স্তর। আইফোন ডিসপ্লের চারটি স্তরে ১২টি পুতুল সাজানোর পদ্ধতি শেখাবে হিনদান। ঠিকঠাক মতো সাজাতে পারলেই এই গেম শেষ হবে।
এই বয়সে এসেও বসে নেই তিনি। ওয়াকামিয়ার একটি ব্লগও রয়েছে, যেখানে তিনি ভ্রমন এবং শিল্পকর্ম তুলে ধরেন। তার সঙ্গে যোগ করেছেন ডিজিটাল ওয়ার্ল্ড। খবর সিএনএন, ডেইলি মেইল।