সাইবার ক্রাইম বন্ধে ফেসবুকের কাছে সহযোগিতা চাওয়া হবে : তারানা হালিম
প্রকাশ: ২০১৭-০৩-১৬ ১৮:৫০:২৩
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ফেসবুক কর্তৃপক্ষের কাছে সাইবার ক্রাইম বন্ধে সহযোগিতা চাওয়াসহ ফেসবুক অ্যাকাউন্ট খুলতে নীতিমালা বাস্তবায়নের অনুরোধ জানানো হবে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ কথা বলেন।
তারানা হালিম বলেন, আগামী ৩০ মার্চ সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হবে। বৈঠকে ফেসবুক কর্তৃপক্ষের সাইবার ক্রাইম বন্ধে সহযোগিতা চাওয়াসহ ফেসবুক অ্যাকাউন্ট খুলতে নীতিমালা বাস্তবায়নের অনুরোধ জানানো হবে। তাদের কাছে বাংলাদেশের জন্য পৃথক ডেস্ক খোলারও অনুরোধ জানানো হবে।