৮০টি ভাষায় কথা বলবে এই গ্যাজেট!

আপডেট: ২০১৭-০৪-২৪ ১৪:০৯:০৪


Bdp-_Travisবিভিন্ন ভাষার মানুষের সাথে যোগাযোগ করার জন্য নতুন নতুন ভাষা শেখা সম্ভব নয়। তাই যোগাযোগকে আরও সহজ করে দিল প্রযুক্তি। ভাষার এই বাধা এখন দূর করবে ট্র্যাভিস নামের নতুন এক ডিভাইস।

জানা গেছে,  ট্র্যাভিস ডিভাইসটি একনাগাড়ে ৬ ঘণ্টা অনলাইন এবং ১২ ঘণ্টা অফলাইনে চলতে পারে। এছাড়া প্রতিটি ভাষার জন্য সবচেয়ে ভালো অ্যাপটি ব্যবহার করা হয়েছে এই ডিভাইসে। ডিভাইসটির ফিচারে রয়েছে একটি টাচস্ক্রিন ডিসপ্লে, একটি কোয়াড কোর প্রসেসর, ব্লুটুথ এবং ওয়াই ফাই। ডিভাইসটিতে একটি সিম কার্ড স্লটও রয়েছে।

এছাড়া, রিমোট কন্ট্রোলের মতো দেখতে এই ডিভাইস পকেটের মধ্যেই আঁটানো যাবে। কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই গ্যাজেট যেকোনো ভাষায় অনুবাদ করে দিতে পারে।

ট্র্যাভিস প্রস্তুতকারকদের দাবি, এই ডিভাইস অনলাইনে রিয়েল টাইমে ৮০টি ভাষা অনুবাদ করতে সক্ষম। আর অফলাইন মোডে ২০টি ভাষা অনুবাদ করতে পারে। ১৩৯ ডলারে ডিভাইসটি প্রি-অর্ডার করা যাবে।

সূত্র: ম্যাশেবল