সাইবার হামলা থেকে রক্ষায় আইসিটি বিভাগের নির্দেশনা
প্রকাশ: ২০১৭-০৫-১৬ ১৮:৩৬:৫৮
বিশ্বব্যাপী চলমান সাইবার হামলা থেকে নিজেদের রক্ষার জন্য কিছু নির্দেশনা মেনে চলতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। মঙ্গলবার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে সাইবার হামলা থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ডাটা ব্যাকআপ সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করাসহ কয়েকটি পরামর্শ দিয়েছে আইসিটি বিভাগ। এতে ডেটাগুলার ব্যাকআপ নিতে এবং নিরাপদে অন্য কোথাও রেখে দিতে বলা হয়েছে। এছাড়া উইন্ডোজ চালিত কম্পিউটার হালনাগাদ করতে বলা হয়েছে।
র্যানসমওয়্যার ভাইরাস ক্রিপ্টের মাধ্যমে বিশ্বব্যাপী সাইবার হামলা চালানোর কথা উল্লেখ করে আইসিটি বিভাগ সতর্ক করে জানায়, অজ্ঞাত উৎস থেকে র্যানসমওয়্যার টুল ডাউনলোড করা যাবে না এতে নতুন করে সাইবার হামলা হতে পারে।
অযাচিত বা সন্দেহজনক ঠিকানা হতে আগত ই-মেইল এর সোর্স যাচাই না করা পর্যন্ত সেগুলির ভিতরে থাকা লিংকগুলিতে ক্লিক করা উচিৎ না। সর্বদা সিস্টেমে একটি সক্রিয় হালনাগাদ অ্যান্টি-সিকিউরিটিতে স্যুচ চালু রাখতে হবে।