ঢাকায় ‘বাহুবলী’!
প্রকাশ: ২০১৭-০৬-০৬ ১৯:৪৩:২০
ভারতীয় সিরিয়াল কিংবা এর জনপ্রিয় নায়ক-নায়িকাদের নামে পোশাকের নামকরণ নতুন কিছু নন। প্রতিবছরই এই নামে নতুন কোনো পোশাক ঈদের বাজারে আসতে দেখা যায়। এবছরও এর ব্যতিক্রম হয়নি। বিশ্ব কাঁপানো ছবি ‘বাহুবলী’ নামের পোশাক এবার সেই তালিকায় যোগ হয়েছে।
ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ঈদে তরুণীদের পছন্দের তালিকায় এক নম্বরে রয়েছে বাহুবলী-১, বাহুবলী-২। মটকা সিল্কের উপর কাতান কাপড় দিয়ে তৈরি এই পোশাক দুটির প্রকার ভেদে দাম পড়বে ৫ থেকে ১০ হাজার টাকার মতো।