মুসলিমদের জন্য গুগলের নতুন আ্যপ

প্রকাশ: ২০১৭-০৬-২০ ১৩:১৮:০৪


qiblaরমজান মাসে মুসলিমদের সুবিধার্থে গুগল নিয়ে এলো ‘কিবলা ফাইন্ডার’  গুগলের এই আ্যপই বলে দিবে কোন দিকে মুখ করে নামজ আদায় করতে হবে।

স্মার্টফোন বা মোবাইল ব্যবহারকারীরা খুব সহজেই নামাজের জন্য দিক নির্নয় করতে পারবেন। নতুন এ সেবার মাধ্যমে গ্রাহকরা মক্কার পবিত্র কাবা শরীফের সঠিক দিক জানতে পারবেন।

ইতোমধ্যেই কিবলা-র দিক নির্ণয় করার জন্য বেশ কয়েকটি গুগলের আ্যপ রয়েছে। কিন্তু এই নতুন আ্যপটির মাধ্যমে আরও সহজে দিক নির্ণয় করা যাবে বলা জানা যায়। এছাড়া, ওয়েব ব্রাউজার থেকে সরাসরি ব্যবহার করা যাবে এই আ্যপটি। সোমবার সারা বিশ্বের মুসলমানদের জন্য এই আ্যপটি লঞ্চ হয়।

গুগল প্রডাক্ট মার্কেটিং ম্যানেজার নজিব জরার জানান, ‘‘এতদিন ধরে যে আ্যপ গুলো ছিলো সেগুলো অনেকগুলো ধাপের মাধ্যমে ব্যবহারকারীকে কিবলা-র দিক নির্ণয় করে দিত। কিন্তু এই নতুন আ্যপটি একবারেই দেখিয়ে দিবে কোনটি কিবলা-র সঠিক দিক।’’ রমজানের জন্যই এই মাসে আ্যপটি লঞ্চ করা হচ্ছে। কিন্তু রমজান শেষ হয়ে গেলেও ব্যবহার করা যাবে ‘কিবলা ফাইন্ডার’।

এই আ্যপটি ডেস্কটপ কম্পিউটার এবং মোবাইল দু’টি ডিভাইসেই ব্যবহার করা যাবে। ‘qiblafinder.withgoogle.com’-এ গিয়ে আ্যপটিকে ডিভাইস লোকেশন ব্যবহার করে দিতে হবে। এরপর ফোনটি হাতে নিয়ে ঘুরে যেতে হবে, যতক্ষণ না মোবাইল স্ক্রিনে ‘কাবা’-র ইমোজি দেখা যাচ্ছে। এরপর সঠিক জায়গা নির্ণয় করা হয়ে গেলেই মোবাইল স্ক্রিনে একটি নীল আলো দেখা যাবে।

সেখানেই বলে দেওয়া থাকবে কোন দিকে ‘কাবা’ মসজিদ এবং ব্যবহারকারীর স্থান থেকে কতটা দূরে অবস্থিত ‘কাবা’।