রাস্তা খোঁজা ছাড়াও গুগল ম্যাপে রয়েছে আরও যেসব সহায়তা
আপডেট: ২০১৭-০৬-২৪ ১৩:১৭:৩১
শুধুমাত্র রাস্তা দেখানোই নয়, গুগল ম্যাপে রয়েছে বেশ কিছু এমন ফিচার, যা সচরাচর কেউ ব্যবহার করে না। যদিও সেগুলো বেশ কাজের। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে এক ঝলকে দেখে নিতে পারেন সেই ফিচারগুলো—
১। অফলাইন থেকেও দেখা যায় ম্যাপ-
ইন্টারনেট কানেকশন থাকাকালীন প্রয়োজনীয় ম্যাপটি ‘ডাউনলোড’ করে ‘সেভ’ করে রাখুন। পরে অফলাইন থাকলেও দেখতে পাওয়া যাবে সেই ম্যাপ।
২। খুঁজে নিন এটিএম, হোটেল বা ক্যাফে-
সার্চ বারে গিয়ে ‘মোর’ ক্লিক করলেই তালিকা খুলে যাবে আশে পাশের এটিএম, হোটেল, ক্যাফে বা পাব-এর।
৩। ট্রাফিক কখন কোথায় কেমন-
এই অপশনটি ভাল বোঝা যায় ডেস্কটপে। ‘রিয়্যাল টাইম ট্রাফিক’-এ ক্লিক করলে তিনটি সমান্তরাল লাইন দেখা যাবে, যেখানে ড্রপ-ডাউন মেনু রয়েছে। ‘ট্রাফিক’ অপশনে গিয়ে ‘লাইভ ট্রাফিক’ থেকে ‘টিপিক্যাল ট্রাফিক’ করে নিন। তার পরে, সপ্তাহের কোন দিনের কোন সময়ের খবর জানতে চাইছেন তা টাইপ করলেই জেনে যাবেন সব তথ্য।
৪। পছন্দের জায়গা ‘পিন’ করে রাখুন-
কোনও জায়গার ম্যাপ সেভ করে রাখতে ‘ড্রপ্ড পিন’ করে নিন সেই স্থান। পরে কখনও সেই জায়গায় যেতে হলে, ‘ইয়োর প্লেসেস’-এ গেলেই পাওয়া যাবে পছন্দের জায়গা।
৫। ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ডায়রেকশন পাঠান নিজের মোবাইলে-
ডেস্কটপ বা ল্যাপটপ ও মোবাইল ফোন একই অ্যাকাউন্ট দিয়ে খুললেই এই কাজটি করা যাবে। ডেস্কটপে ‘সেন্ড টু ডিভাইস’ অপশানে ক্লিক করুন এবং খোলা রাখুন ‘সেন্ট ফ্রম ডেস্কটপ ম্যাপ্স’ অপশনটি। মোবাইলে নোটিফিকেশন পাবেন ডেস্কটপ থেকে কিছু পাঠালে।