‘রিভেঞ্জ পর্ন’ সাইটগুলির লিঙ্ক সরিয়ে ফেলবে গুগল

প্রকাশ: ২০১৭-১১-২৩ ২২:৪৬:৩৯


Marriedরিভেঞ্জ পর্ণে ভুক্তভোগীদের রক্ষায় নতুন পদক্ষেপ নিল সার্চ ইঞ্জিন গুগল। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভুক্তভোগীদের অনুরোধে সার্চ রেজাল্ট থেকে ‘রিভেঞ্জ পর্ন’ সাইটগুলির লিঙ্ক সরিয়ে ফেলবে গুগল। সরাসরি ওয়েবসাইট থেকে কনটেন্ট মুছে দেওয়ার এক্তিয়ার না থাকায় সার্চ রেজাল্ট থেকে সাইটগুলির লিঙ্ক বাদ দিয়ে ভুক্তভোগীদের রক্ষা করার চেষ্টা করছে গুগল। সার্চ রেজাল্ট থেকে বাদ দেওয়া হলে ওই কনটেন্ট খুঁজে বের করা কঠিন হয়ে দাঁড়াবে ।

এই বিষয়ে গুগল সার্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিত সিংহাল জানিয়েছেন, “সার্চ রেজাল্টে পুরো ওয়েবের প্রতিফলন হবে, এটাই ছিল আমাদের মূল ভাবনা। কিন্তু ‘রিভেঞ্জ পর্ণ’ ছবিগুলি অনেক বেশি ব্যক্তিগত। ভুক্তভোগীদের মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং মানহানি ঘটায় যাদের সিংহভাগই মহিলা।”

গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রতিশোধমূলক পর্ণ সাইটের সংখ্যা। ইন্টারনেট থেকে এধরনের কনটেন্ট মুছে ফেলতে বিভিন্ন দেশের সরকার আর প্রযুক্তি প্রতিষ্ঠানের উপর চাপ বাড়িয়েছে মানবাধিকার সংস্থাগুলি।

নিউ ইয়র্ক এবং ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে রিভেঞ্জ পর্ণ বা প্রতিশোধমূলক পর্ণোগ্রাফি কনটেন্ট। এই সংশ্লিষ্ট মামলায় সম্প্রতি এক মার্কিন নাগরিককে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।