ভূত উৎসবে খচর ৫৪ হাজার কোটি টাকা!

প্রকাশ: ২০১৫-১১-০১ ২৩:৫৪:১৮


নিউইয়র্কে একটি বাড়ির আঙিনাকে গতকাল হ্যালোইনের ভৌতিক সাজে সাজানো হয়। ছবি: রয়টার্স
নিউইয়র্কে একটি বাড়ির আঙিনাকে হ্যালোইনের ভৌতিক সাজে সাজানো হয়। ছবি: রয়টার্স

২০১৫ সালের ভূত উৎসবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে খচর হলো ৭ বিলিয়ন ডলার। টাকার অংকে যা হয় প্রায় ৫৪ হাজার ৬০০ কোটি টাকা। নিছক ভূত সেজে অপরকে ভয় দেখানোয় এ খরচ হয়েছে। যা দিয়ে বাংলাদেশের দুইটা পদ্মা সেতু হতে পারতো। প্রতি বছর এই সময়ে আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় ভূত উৎসব হ্যালোইন। হ্যালোইন নামের এই উৎসবে একে অপরকে ভয় দেখিয়ে থাকে নাগরিকরা। সঙ্গে সকলেই ভূতের কসটিউম পরে একে অপরকে ভয় দেখান। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনেকেই চলতি বছরের হ্যালোইনে এই বিশাল অংকের টাকা খরচ নিয়ে অখুশি। স্যোশাল মিডিয়ায় তুমুল বিতর্কও শুরু হয়েছে।

হ্যালোইন অনুষ্ঠানে প্রত্যেকে বিভিন্নরকম মুখোশ পরে একে অন্যকে ভয় দেখায়। এটাই এই দিনের মজা। প্রতি বছর ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয় হ্যালোইন উৎসব। একা আমেরিকা নয়, চলতি বছরের হ্যালোইন উৎসব ঘিরে সমান উত্তেজনা চখে পড়েছে বিশ্বের প্রায় বিভিন্ন দেশে।