সহবাসের পর পুরোহিতকে জ্বালিয়ে দিলেন প্রেমিকা!
আপডেট: ২০১৫-১১-০২ ১৬:৪৪:৩১
পুলিশ জানিয়েছে, রাজস্থানের বাসিন্দা বছর ৫০-এর গজানন পেশায় পুরোহিত ও জ্যোতিষী ছিলেন। মঙ্গলবার এক মহিলাকে নিয়ে সরাই কালে খান এলাকার এক গেস্ট হাউজ়ে আসেন গজানন। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁর দেহ হোটেলের ঘর থেকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।এদিকে, জেরায় ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, হোটেলের রুমে গজাননের সঙ্গে তিনি যৌন সম্পর্কে লিপ্ত হন। এরপর গজানন ঘুমিয়ে পড়লে তিনি ঘরে আগুন জ্বালিয়ে দেন। তবে খুনের কারণ এখনও জানতে পারেনি পুলিশ। তদন্ত চলছে।