সুদবিহীন কিস্তিতে কেনা যাবে আইফোন

আপডেট: ২০১৫-১১-০৪ ১১:৫২:০৬


iphone-6s-plusছয় মাসের সুদবিহীন কিস্তিতে (ইএমআই) কেনা যাবে আইফোন ৬ এস ও ৬ এস প্লাস।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।

আইফোনের অনুমোদিত পরিবেশক প্রতিষ্ঠানটির গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ নভেম্বর তারা বাংলাদেশের বাজারে নতুন আইফোন আনছে। কম্পিউটার সোর্সের অ্যাপল অনুমোদিত শাখায় আগাম ফরমাশ দেওয়া যাবে। এছাড়া অনলাইনে কম্পিউটার সোর্সের ফেসবুক পেজে ইনবক্স করে বিস্তারিত জানা যাবে।

কম্পিউটার সোর্স পরিচালক আসিফ মাহমুদ বলেন, “আইফোনের সর্বশেষ সংযোজন আইফোন ৬ এস এবং ৬ এস প্লাস। আমরা ফোন দুটিতে কিস্তি সুবিধা দিচ্ছি। ৫ নভেম্বর পর্যন্ত যারা বুকিং দেবেন; তাদের জন্য উপহার হিসেবে থাকবে অ্যাপলের আসল লেদার কেস।”

বাজারে নতুন আইফোনের দাম:

আইফোন ৬ এস ১৬ জিবি ৭১ হাজার ৪৯৯ টাকা

আইফোন ৬ এস ৬৪ জিবি ৮১ হাজার ৯৯৯ টাকা

আইফোন ৬ এস প্লাস ১৬ জিবি ৮১ হাজার ৯৯৯ টাকা

আইফোন ৬ এস প্লাস ৬৪ জিবি ৯২ হাজার ৯৯৯ টাকা

আইফোন ৬ এস প্লাস ১২৮ জিবি এক লাখ তিন হাজার ৯৯ টাকা