ওপরের নির্দেশে ফেসবুক কর্মীরা আইফোন ব্যবহার করছেন না
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-১৬ ১৫:০১:৩৭
সম্প্রতি ফেসবুকের বিশাল সংখ্যক কর্মী আইফোন ব্যবহার ছেড়েছেন। এর পরিবর্তে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করছেন তারা।
ব্যাপারটা এমন নয় যে, আইফোনে কোনও সমস্যা দেখা দিয়েছে কিংবা আইফোন তারা পছন্দ করেন না। তারপরও ফেসবুক কর্মীদের আইফোন ব্যবহার ছাড়তে হয়েছে ওপর থেকে আসা নির্দেশের কারণে।
শোনা যাচ্ছে, তাদের আইফোন ব্যবহার করতে নিষেধ করেছে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজে। কিন্তু কেন এমন উদ্ভট নির্দেশ দিলেন জাকারবার্গ, এ প্রশ্ন সবার মনে।
বিষয়টি সম্পর্কে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের ওপর ক্ষেপে গিয়েই কর্মীদের এমন নির্দেশ দিয়েছেন জাকারবার্গ। কুকের ওপর তিনি ক্ষেপেছেন ক্যামব্রিজ কেলেঙ্কারি ইস্যুতে।
জানা গেছে, ক্যামব্রিজ কেলেঙ্কারি বা ফেসবুকের তথ্য চুরির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমটি নিয়ে সূক্ষ্মভাবে বিরূপ মন্তব্য করেছিলেন টিম কুক। সংবাদমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছিলেন তিনি।
ওই সাক্ষাৎকারে কুক বলেন, “আমরা ব্যবহারকারীদের ব্যক্তিগত জীবন নজরদারি করতে যাচ্ছি না। আমাদের কাছে ব্যক্তিগত গোপনীয়তা হলো মানবাধিকার।”
এ সময় সাক্ষাৎকার গ্রহণকারী জিজ্ঞেস করেন, জাকারবার্গের জায়গায় আপনি থাকলে কী করতেন? জবাবে কুক বলেন, “আমার এ অবস্থা হতোই না।”
মূলত কুকের এসব বক্তব্যের কারণেই তার ওপর চটেছেন জাকারবার্গ। এরপরই ফেসবুক কর্মজীবীদের আইফোন বর্জন করার নির্দেশ দেন।