চট্টগ্রামে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৮-১২-০৪ ১১:০১:৩৪
চট্টগ্রামের পটিয়া উপজেলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা জামাল উদ্দিনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের আলাউদ্দিন দফাদারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন ওই এলাকার মো. ইয়াছিনের ছেলে। তিনি কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পু্লিশ ফাঁড়ির নায়েক মো. আমির বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত জামাল উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, ‘কোলাগাঁও এলাকায় জামাল উদ্দিন নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় প্রতিপক্ষ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’
এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মো. জোবায়ের এবং সাধারণ সম্পাদক চৌধুরী মো. গালিব।
স্বেচ্ছাসেবকলীগ নেতা জামাল উদ্দিনের হত্যকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।