হিসাব মান লঙ্ঘন করছে খান ব্রাদার্স
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১২-০৮ ১১:৪১:৫৫
বাংলাদেশ হিসাব মান (বিএএস) অনুযায়ি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ২০১৭-১৮ অর্থবছরের আর্থিক হিসাব তৈরী করা হয়নি বলে জানিয়েছেন নিরীক্ষক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএএস-২৮ অনুযায়ি, সহযোগি কোম্পানির মুনাফা বা লোকসানের কারনে মূল কোম্পানির বিনিয়োগ ওঠানামা করবে। কিন্তু খান ব্রাদার্স সহযোগি কোম্পানিতে বিনিয়োগ করলেও সেভাবে হিসাব করে না। কোম্পানিটি শুধুমাত্র বিনিয়োগকৃত অর্থকেই দেখিয়ে আসছে। যাতে সহযোগি কোম্পানি থেকে মুনাফা নাকি লোকসান হচ্ছে, তা বোঝা যায় না।
এদিকে কোম্পানি কর্তৃপক্ষ রিলেটেড পার্টির সঙ্গে কয়েকটি লেনদেন করলেও তা সঠিকভাবে হিসাব করা হয়নি বলে নিরীক্ষক জানিয়েছেন। যা নিয়ে নিরীক্ষক আপত্তিকর মন্তব্য (কোয়ালিফাইড অপিনিয়ন) করেছেন।
উল্লেখ্য শনিবার (০৮ ডিসেম্বর) খান ব্রাদার্সের শেয়ার দর দাড়িঁয়েছে ১২ টাকায়।