৬ কোম্পানির এজিএম সোমবার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৯ ১১:০৩:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার অনুষ্ঠিত হবে।
কোম্পানি ৬টি হলো: শমরিতা হসপিটাল, দুলামিয়া কটন স্পিনিং মিলস, কোহিনূর কেমিক্যালস, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা এবং বঙ্গজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে শমরিতা হসপিটালের এজিএম বিকাল আড়াইটায়, এমএইচ শমরিতা হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ, তেজগাঁও, লাভ রোড, ঢাকাতে; দুলামিয়া কটনের সকাল ১০টায়, হোটেল সুন্দরবন, ১১২ বীর উত্তম, সি. আর দত্ত রোড, ঢাকাতে; কোহিনূর কেমিক্যালের অফিসার্স ক্লাব, ২৬ বেইলী রোড ঢাকাতে সকাল সাড়ে ৯টায়; ওরিয়ন ইনফিউশনের সকাল ১০.১৫টায়, অফিসার্স ক্লাব, ২৬ বেইলী রোড, ঢাকাতে; একই স্থানে বেলা ১১টায় ওরিয়ন ফার্মার এবং বঙ্গজের এজিএম বেলা সাড়ে ১১টায়, কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণ, দৌলতদিয়ার, চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হবে।
এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য শমরিতা হসপিটাল ১২ শতাংশ নগদ, কোহিনূর কেমিক্যাল ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস, ওরিয়ন ইনফিউশন ১৪ শতাংশ নগদ, ওরিয়ন ফার্মা ১৫ শতাংশ নগদ এবং বঙ্গজ ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আর দুলামিয়া কটন লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিগুলোর লভ্যাংশ দেয়ার এবং না দেয়ার সিদ্ধান্ত এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে।
সান বিডি/এসকেএস