আগামী বছর কমবে না কেপিসিএলের লভ্যাংশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৯ ২২:০৮:২৩


পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের লভ্যাংশ প্রদানের হার কমবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা।  আজ রোববার (৯ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটোরিয়ামে কোম্পানির ২০তম বার্ষিক সাধারন সভায় (এজিএম) এ কথা বলেন তিনি।

কোম্পানির চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা বলেন, আমরা এই অর্থবছরে যে লভ্যাংশ দিয়েছি সামনে এর চেয়ে কম দিবো না। আমাদের চেষ্টা থাকবে সামনের অর্থবছরে শেয়ারহোল্ডাররা যাতে কোন প্রকার ক্ষতির সম্মুখীন না হয় সেদিকটা মাথায় রাখা।

তিনি বলেন, দেশে যেখানে বিদ্যুতের চাহিদা বাড়ছে, উন্নয়নের সুযোগ বাড়ছে আমাদের কোম্পানির এরকম অবস্থা কিভাবে হচ্ছে ! এ সমস্ত বিষয় খুঁটিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ব্যবস্থাপনা কমিটির দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আজকের এজিএম’এ ৩০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। এজিএম’এ কোম্পানির কর্মকর্তাবৃন্দসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।