সায়হাম টেক্সটাইলের আগুনে ক্ষতি ৭০ কোটি টাকা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১৭ ১২:০৯:৫৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলের গুদামে আগুন লেগে প্রায় ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছেন কোম্পানি কর্তৃপক্ষ।
তবে কোম্পানিটির গুদামে ক্ষতিকৃত কাচাঁমাল বিমা করা ছিল বলেও জানানো হয়েছে। ডিএসইকে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছেন, হবিগঞ্জে গুদামে গত ১১ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে আগুণ লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। যা ফায়ার ব্রিগেডসের প্রায় ২০ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে আসে। তবে এরই মধ্যে কাচাঁমাল পুড়ে প্রায় ৭০ কোটি টাকা ক্ষতি হয়ে যায়।
গুদামে রক্ষিত সব কাচাঁমাল বিমা করা ছিল বলে জানিয়েছেন সায়হাম টেক্সটাইল কর্তৃপক্ষ। যা দ্রুত বিমা কোম্পানিকে অবহিত করা হয়। এরই আলোকে বিমা কোম্পানি কর্তৃপক্ষ সরেজমিনে গিয়ে আগুণে ক্ষতির চিত্র দেখেও এসেছেন।
কাচাঁমাল পুড়ে গেলেও কারখানার উৎপাদন, সরবরাহ এবং অন্যান্য কার্যক্রম স্বাভাবিক আছে বলে জানিয়েছেন সায়হাম টেক্সটাইল কর্তৃপক্ষ। যা কোম্পানির মিল পরিচালনায় কোন প্রভাব ফেলবে না।
৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৬ টাকা ৯৮ পয়সা।
(জুলাই-সেপ্টেম্বর,১৮) সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ২৬ পয়সা।
সান বিডি/এসকেএস