নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-২২ ১১:১৩:৪৩


নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূ মুক্তা আক্তার  (২৬) নামে শ্বাসেরোধে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার ভোরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের  বান্টি এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্বামী কবির হোসেনকে আটক করেছে পুলিশ। আটক কবির দুপ্তারা কুমারপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে।

আড়াইহাজার থানার ওসি আকতার হোসেন জানান, দেড় বছর আগে সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকার তাওলাত হোসেনের মেয়ে মুক্তা আক্তারের সঙ্গে কবির হোসেনের বিয়ে করে। বিয়ের পর শাশুড়ির নামে থাকা জমির দলিল দিয়ে ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা ঋণ নেয় কবির হোসেন। সেই টাকা পরিশোধ নিয়ে কবিরের সঙ্গে মুক্তারের প্রায়ই ঝগড়া বিবাদ হতো। শুক্রবার এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে কবির হোসেন মুক্তাকে শ্বাসরোধে হত্যা করে ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। পরে শনিবার সকালে পুলিশকে খবর দেন তিনি।

তিনি বলেন, ঝুলানো লাশ দেখে পুলিশের সন্দেহ হলে কবির হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মুক্তাকে হত্যার দায় স্বীকার করেছেন।

ওসি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।