জানুয়ারিতেই উৎপাদনে আসবে নাহির আইপিও প্রজেক্ট
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১২-২৫ ১৩:৪৩:৩৮
আগামী বছরের জানুয়ারি মাসেই বাণিজ্যিক উৎপাদনে আসবে নাহি অ্যালমোনিয়ামের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রকল্প। প্রকল্পটির বাণিজ্যিক উৎপাদন শুরু হলে কোম্পানিটির প্রবৃদ্ধি বাড়বে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ।
সোমবার কোম্পানির বার্ষিক সাধারণ সভায় এ সব কথা বলেন কোম্পানির চেয়ারম্যান প্রকৌশলী আবু নোমান হাওলাদার। কোম্পানি সচিব জহুরুল ইসলাম শেখের পরিচালনায় এজিএম এ আরও উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিরা নোমান,পরিচালক আবু নাঈম হাওলাদারসহ অন্য পরিচালকবৃন্দ ও শেয়ারহোল্ডাররা।
শিল্পখাতে বিশেষ অবদানের জন্য বৃহত শিল্প ক্যাটাগড়িতে কোম্পানির প্রকৌশলী আবু নোমান হাওলাদার এ বছর সিআইপি নির্বাচিত হয়েছেন। এ জন্য উপস্থিত শেয়ারহোল্ডারগণ চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আবু নোমান হাওলাদার বলেন, কোম্পানির প্রবৃদ্ধি বাড়াতে প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি কোম্পানি ভালো হলে শেয়ারহেল্ডারদের নিয়ে আমরা ভালো থাকতে পারবে।
তিনি বলেন, আমরা আইপিও’র মাধ্যমে বাজার থেকে যে টাকা নিয়েছি, তার চেয়ে অনেক বেশি বিনিয়োগ করেছি। আইপিও’র টাকার প্রকল্পের কাজ প্রায় শেষ। আশা করছি আগমী জানুয়ারি মাসের মধ্যে আমরা উৎপাদন শুরু করতে পারবো। এই প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু হলে কোম্পানির প্রবৃদ্ধি ৩০ থেকে ৪০ শতাংশ বাড়বে।
কোম্পানির সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা কোম্পানির পণ্যে বৈচিত্র আনতে কাজ করছি। আগামী দিনে অ্যালমোনিয়াম প্রোফাইল তৈরি করবে নাহি অ্যালমোনিয়াম। এই প্রকল্প করার জন্য জমিও কেনা হয়েছে। এখন বিল্ডিং এর কাজ শুরু করবো। তার পর মিশিনারিজের জন্য এলসি করা হবে। কোম্পানির এই বিনিয়োগ আসবে নিজস্ব ফান্ড ও ব্যাংক ঋণ থেকে। এই পকল্প চালু হলে কোম্পানির আয় বাড়বে ৩ থেকে ৪ গুণ।
সানবিডি/জিইউ