ন্যাশনাল ব্যাংকের উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১৬ ১২:১৫:১৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংকের (এনবিএল) উদ্যোক্তা মাহবুবুর রহমান শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে। মাহবুবুর রহমান তার স্ত্রীকে ১ কোটি ৩২ লাখ ৫০ হাজার শেয়ার উপহার দেবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মাহবুবুর রহমানের কাছে কোম্পানির মোট ২ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৯৬টি শেয়ার আছে। এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার স্ত্রী হামিদা রহমানকে হস্তান্তর করবেন। স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসাবে স্ত্রীকে শেয়ার উপহার দিবেন মাহবুবুর রহমান।
উল্লেখ্য, ডিএসইর অনুমোদন সাপেক্ষে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার হস্তান্তর করা যাবে। এনবিএলের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩১.৭৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮.৭৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ২.৪৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৬.৯৯ শতাংশ শেয়ার আছে।
সান বিডি/এসকেএস