সোনালী আঁশের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১৬ ১৩:১০:১৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সোনালী আঁশ লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় বা ইপিএস (কনসোলিডেটেড) দাড়িয়েছে ৪১ পয়সা। যা আগের বছরে একই সময়ে ছিল ৬২ পয়সা। সে হিসেবে প্রতিষ্ঠানটির আয় কমেছে।
এছাড়া প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ বা নেট এসেট ভ্যালু (এনএভিপিএস) হয়েছে ২২৬ টাকা ৭১ পয়সা যা জুন, ২০১৮ তে ছিল ২২৫ টাকা ৯০ পয়সা। আর জুলাই ২০১৮- মার্চ ২০১৯, এসময়য়ে এনওসিএফপিএস এসেছে ৭ টাকা ২১ পয়সা যা আগের বছর একই সময়ে ছিল ৫৭ টাকা ১৭ পয়সা।
সান বিডি/এসকেএস