ফ্লোর স্পেস ও জমি কেনার সিদ্ধান্ত এনসিসি ব্যাংকের
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১৭ ১০:২৮:২৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৯ হাজার ২৬৬ বর্গফুট ফ্লোর স্পেস কিনবে। একই সাথে কোম্পানি জমিও কিনবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি চারটি ফ্লোর স্পেস কিনবে এবং ৩৫.৫ ছটাক সমতুল্য ২.২১৮৭৫ কাঠা জমি কিনবে। এই জমি সাউথ এভিনিউ (সার্কেল-১) গুলশানে অবস্থিত। ফ্লোর স্পেস ও জমি কিনতে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৫৩ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে কোম্পানিটি এই জমি কিনতে পারবে।
প্রসঙ্গত, এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। আর এককভাবে ২ টাকা ৬ পয়সা। এ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ১৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩০ মে নির্ধারণ করা হয়েছে।
সান বিডি/এসকেএস