বাংলা এসএমএস ২৫ পয়সা, ইংরেজি ৫০
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৬-১৯ ১৪:০৪:৪৮
নতুন বাজেটে মোবাইল ফোন খরচ বৃদ্ধির পর গ্রাহকের জন্যে খুব ছোট্ট একটি ভালো খবর হল মোবাইল ফোনে বাংলা হরফে এসএমএস লেখার খরচ কমছে।আগামীকাল বৃহস্পতিবার থেকে বাংলায় লেখা প্রতিটি এসএমএসের সর্বোচ্চ খরচ হবে ২৫ পয়সা।
এ সংক্রান্ত একটি নির্দেশনা সম্প্রতি জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), যেটি ২০ জুন থেকে কার্যকর করতে বলা হয়েছে।
বর্তমানে এসএমএসের চার্জের ক্ষেত্রে ভাষাগত কোনো পার্থক্য করা করা নেই এবং প্রতিটি স্থানীয় এসএমএসের সর্বোচ্চ চার্জ বলা আছে ৫০ পয়সা।বেশ কয়েক বছর আগে এসএমএসের ওই সর্বোচ্চ চার্জ নির্ধারণ করা হয়। যদিও অপারেটররা নানা ক্ষেত্রে আরও অনেক কম চার্জ করেন।সেক্ষেত্রে বাংলায় চার্জ কমলেও ইংরেজিতে লেখা এসএমএসের সর্বোচ্চ চার্জ আগের মতোই থেকে যাবে।
বিটিআরসি সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই নির্দেশনা দেওয়া হয়েছে মূলত বাংলায় টেলিযোগাযোগ সেবার প্রসারের জন্যে।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এক্ষেত্রে ভূমিকা রেখেছেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।