ইউনিয়ন ক্যাপিটালের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২০ ১৪:২৯:১৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটাল ২০১৮ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২০ জুন) রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভায় কোম্পানির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

সভায় ইউনিয়ন ক্যাপিটালের চেয়ারম্যান চৌধুরী তানজিম করিম বলেন, এ বছর আমাদের কোম্পানির সূচক প্রায় এক হাজার কমেছে। আগামী বছরের মধ্যে আমাদের মামলাগুলো সমাধান হলে আমরা একটা ভালো রেজাল্ট পাব।

অনুষ্ঠানে কোম্পানির স্টক হোল্ডাররা কোম্পানির পক্ষ থেকে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করার জন্য ধন্যবাদ জানান। এবং আগামীতে ১০ থেকে ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড পাওয়ার প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ক্যাপিটালের ডিরেক্টর এম ফাইজুর রহমান, ওয়াকার আহমেদ চৌধুরী, কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোহাম্মদ ফায়েক উজ্জামান, ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী মঞ্জুর লিয়াকত, কোম্পানি সেক্রেটারি তাওহীদুল আশরাফ প্রমুখ।

উল্লেখ্য, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৫৬ টাকা। যা আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ০.৯৯ টাকা ও এককভাবে ছিল ০.৭০ টাকা।

সান বিডি/এসকেএস