শেয়ার হস্তান্তর করেছেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২৩ ১১:৩৭:১৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসি) উদ্যোক্তা ফখরুল আনোয়ার শেয়ার হস্তান্তর করেছেন। স্ত্রী শাহজাদী সৈয়দা সায়েমা আহমেদকে ৩০ লাখ শেয়ার উপহার দিয়েছেন তিনি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফখরুল আনোয়ারের কাছে কোম্পানির মোট ৮৮ লাখ ৩৪ হাজার ৭০টি শেয়ার আছে। এর মধ্যে থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে স্ত্রীকে দিয়েছেন। ১৩ জুন তিনি এ শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।
সান বিডি/এসকেএস