প্যারামাউন্ট টেক্সটাইলের বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২৬ ১১:১৭:২৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্যারামাউন্ট টেক্সটাইলের মালিকানাধীন প্যারামাউন্ট বিট্রাক এনার্জির বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্যারামাউন্ট টেক্সটাইলের মালিকানা ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্যারামউন্ট বিট্রাক এনার্জি কনসোর্টিয়াম নামের বিদ্যুৎ কেন্দ্রে ২৫ জুন থেকে উৎপাদন শুরু হয়েছে।

এর আগে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে অবস্থিতি এ বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনের জন্য এর আগে বাংলাদেশ পাওয়ার ডেভলেপমেন্ট বোর্ড থেকে সম্মতি পত্র পেয়েছে কোম্পানিটি।

উল্লেখ্য, প্যারামাউন্ট বিট্রাক এনার্জি কনসোর্টিয়ামের ৪৯ শতাংশের মালিকানা প্যারামাউন্ট টেক্সটাইল।

সান বিডি/এসকেএস