২ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২৬ ১৫:২৯:৫৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এনসিসি) ও ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রকাশিত তথ্য অনুযায়ী এনসিসি ব্যাংকের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে এনসিসি ব্যাংকের পর্ষদ। বার্ষিক প্রতিবেদন, লভ্যাংশসহ অন্যান্য বিষয় পর্যালোচনার জন্য আগামী ৩০ জুলাই বেলা ১১টায় ঢাকা ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে এনসিসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট রেটিং ঋণমান সার্ভিল্যান্স অনুসারে দীর্ঘ মেয়াদের জন্য ‘এএ+’ নির্ধারণ করা হয়েছে। আর স্বল্প মেয়াদের জন্য “এসটি-১”। এ রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। আর কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০১৮ সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করেছে সিআরআইএসএল।

সান বিডি/এসকেএস