শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না জেএমআই সিরিঞ্জ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২৭ ১১:০৫:২৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস কর্তৃপক্ষ শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২৫ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৩৭.৭০ টাকায়। কোম্পানিটির শেয়ার দর বেড়ে ২৫ জুন দাঁড়ায় ৪৮২.৫০ টাকায়। অর্থাৎ এই ১৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৪৪.৮০ টাকা বা ৪৩ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই। এর কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ দিয়েছে ডিএসই। কিন্তু কোম্পানিটির পক্ষ থেকে ২৬ জুন ডিএসইকে জানানো হয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

সান বিডি/এসকেএস