গ্রীণডেল্টার উদ্যোক্তা ও পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২৭ ১২:৫৪:২২
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ২ উদ্যোক্তা ও পরিচালক ৪১ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী তার সব অর্থাৎ ৩৫ লাখ ৬২০টি শেয়ার এবং মিসেস খুরশিদা চৌধুরী তার কাছে থাকা ৪৬ লাখ ৭৮ হাজার ৬৩৬টি শেয়ারের মধ্য থেকে ৬ লাখ ৩৮ হাজার ৯৪০টি শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
এই উদ্যোক্তা ও পরিচালক তাদের মেয়ে কোম্পানির পরিচালক ফারজানা চৌধুরীর কাছে মোট ৪১ লাখ ৩৯ হাজার ৫৬০টি শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন এই উদ্যোক্তা ও পরিচালক।
সান বিডি/এসকেএস