স্বল্প বাজেটের ফোনেও মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট!

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-৩০ ১২:১৩:২৮


চীনভিত্তিক এক ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠান স্বল্প মূল্যের সাধারণ এলসিডি প্যানেলে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সংযোজনের ঘোষণা দিয়েছে।

বিওই নামের প্রতিষ্ঠানটি চলতি বছরের শেষভাগ নাগাদ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত ডিসপ্লে বাজারে আনতে যাচ্ছে। এর ফলে স্বল্প কিংবা মধ্যম বাজেটের স্মার্টফোনের ক্ষেত্রেও মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।এতোদিন পর্যন্ত সুবিধাটি শুধু বেশি দামি স্মার্টফোনের ওলেড কিংবা অ্যামোলেড ডিসপ্লেতে পাওয়া যেত।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করে স্মার্টফোনের সিকিউরিটিতে বায়োমেট্রিক লকিং সিস্টেম যুক্ত হয়েছে বেশ আগেই। কিন্তু চলতি ট্রেন্ড হিসবে জনপ্রিয় হয়েছে ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার স্থাপনের প্রযুক্তি।ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিতে স্মার্টফোনে আলাদা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে না, সরাসরি ডিসপ্লেতে টাচ করেই বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করা যায়।

ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারসহ প্রথম ফোন বাজারে এসেছিলো ২০১৮ সালের জানুয়ারিতে।সর্বপ্রথম এক্স২০ প্লাস ইউডি মডেলের ফোনে প্রযুক্তিটি ব্যবহার করে ভিভো। এরপর এক একে হুয়াওয়ে, ওয়ানপ্লাস ও স্যামসাংও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিটি তাদের ফোনে যুক্ত করে।