সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ক্যাটাগরি পরিবর্তন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-৩০ ১৬:১৫:৩৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। কোম্পানির শেয়ারটি এখন এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে লেনদেন হবে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী সোমবার থেকে বি ক্যাটাগরিতে লেনদেন হবে কোম্পানিটি। কোম্পানিটি ইতোমধ্যে পরিচালনা পর্ষদের ঘোষণা করা ৫ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে লেনদেনের প্রথম কার্যদিবস কোম্পানিটির শেয়ার কিনতে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।
সান বিডি/এসকেএস