একমির স্টোরেয়ড ও হরমোন ইউনিটের বাণিজ্যিক  উৎপাদন শুরু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০২ ১০:৫১:১৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত একমি ল্যাবরেটরিজের পরিচালনা পর্ষদ স্টেরয়েড এবং হরমোন সুবিধায় বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঢাকার ধামরাইয়ের দুলাভিটায় সফলভাবে পরীক্ষামূলক উৎপাদন সম্পন্ন করার পর কোম্পানিটি বাণিজ্যিক উৎপাদনের ঘোষণা দিয়েছে।

স্টেরয়েড এবং হরমোন সুবিধাটি তিনটি প্রকল্পের মধ্যে দ্বিতীয়টি। যার অর্থ উত্তোলিত হয়েছে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে।

সান বিডি/এসকেএস