বৃহস্পতিবার থেকে শাশা ডেনিমসের সহযোগী কোম্পানির বিদ্যুৎ উৎপাদন বন্ধ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৭-১০ ১৮:১৮:৩৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমসের সহযোগী প্রতিষ্ঠান এনার্জিস পাওয়ার কর্পোরেশন (ইপিসিএল) লিমিটেডের বিদ্যুৎ উৎপাদন বন্ধ। আগামীকাল ১১ জুলাই (বৃহস্পতিবার) থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে কোম্পানিটির।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি বিপিডিবির সাথে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য একটি চুক্তি করেছিল। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কোম্পানিটি আগামীকাল থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখবে।

এদিকে ইপিসিএল ২০১৮ সালের ৩০ আগস্টি এই চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য বিপিডিবিতে আবেদন করেছে । বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সহযোগী কোম্পানিতে শাশা ডেনিমসের ৯৯.৯৬ শতাংশ মালিকানা রয়েছে।

প্রসঙ্গত, তৃতীয় প্রান্তিকে শাশার শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৭৬ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৪১ পয়সা। আর ৩ মাসে প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১ টাকা ১৬ পয়সা। এ সময়ে কোম্পানির  এনএভি হয়েছে ৪৮ টাকা ৮৯ পয়সা।

সান বিডি/এসকেএস