আজ থেকে বন্ধ পিপলস লিজিংয়ের লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৪ ১০:৪৬:০৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের লেনদেন আজ রোববার থেকে বন্ধ থাকবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ১১ জুলাই ডিএসইর বৈঠকে কোম্পানিটির লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে সিদ্ধান্ত হওয়ার পরেই কোম্পানিটির লেনদেন চালু হবে। এর আগে গত বুধবার বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটির বন্ধের ঘোষণা চূড়ান্ত করে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রতিষ্ঠানটির বর্তমান আমানতের পরিমাণ ২ হাজার ৩৬ কোটি টাকা। এবং মোট সম্পদের পরিমাণ ৩ হাজার ২৪০ কোটি টাকা। সুতরাং পিপলস লিজিংয়ের বিনিয়োগকারীদের কোনো শঙ্কার কারণ নেই। এই প্রতিষ্ঠানসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন বিষয়ক যে কোন সিদ্ধান্তে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংক।

আর্থিক প্রতিষ্ঠান আইন এর বিধি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক সকল গ্রাহকের টাকা পরিশোধ করবে। এ বিষয়ে চিন্তার কিছু নেই। ২০১৪ সালের পরিদর্শনের পর থেকেই প্রতিষ্ঠান অবস্থা খারাপ হতে থাকে। বিভিন্নভাবে তাদেরকে সতর্ক করার পরেও কাজ না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, জেড ক্যাটাগরির পিপলস লিজিং ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

সান বিডি/এসকেএস