এপেক্স ট্যানারির ২ হাজার শেয়ার কিনবে ডিএসই

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৪ ১৩:০৪:০১


পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ট্যানারির দুই হাজার শেয়ার কিনবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিক্রেতাদেরকে ডিএসই ক্লিয়ারিং হাউসে শেয়ার বিক্রির অনুরোধ করা হয়েছে। ট্রেডিং কার্যকর হয়ে গেলে ব্রোকারদেরকে শেয়ারগুলি ডিএসই ক্লিয়ারিং একাউন্টে নং এ / সি (বিও আইডি #১১০০০০১০০০০০০০৩৫) স্থানান্তরিত করার অনুরোধ জানানো হয়েছে।

সান বিডি/এসকেএস