চামড়াজাত পণ্যের ব্যবসায় করতে পারবে অলটেক্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৫ ১১:৩৭:৪১


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজের চামড়াজাত পণ্যের ব্যবসায় আর কোনো বাধা নেই। তারা চামড়াজাত পণ্যের ব্যবসায় করতে পারবে। এর জন্য ইতোমধ্যে কোম্পানিটি নতুন ব্যবসার জন্য সংঘস্বারকের দুইটি ধারা সংশোধন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি উচ্চ আদালতের অনুমতি নিয়ে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্ম (আরজেসি) থেকে সংঘস্বারক সংশোধন করেছে।

কোম্পানিটি সংঘস্বারকের ৩২ ও ৩৩ নং ধারা সংশোধন করেছে। ধারা ৩২ এ বলা হয়েছে, চামড়া, প্লাস্টিক, সিনথেটিক, কাপড় প্রভৃতির তৈরি সকল ধরণের জুতা, বেল্ট, ব্যাগ প্রভৃতি তৈরি, বাজারজাত, রপ্তানি এবং ডিলার নিয়োগ করা যাবে। আর ৩৩এ বলা হয়েছে কোমম্পানিটি চাইলে অন্য ব্যবসা বা কোম্পানিতে বিনিয়োগ করতে পারবে। আগে সংঘস্মারক বিধি অনুযায়ী এসব সুযোগ ছিল না কোম্পানির পরিচালনা পর্ষদের কাছে।

জেড ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির মোট শেয়ারের ৪১ দশমিক ৮০ শতাংশ শেয়ার রয়েছে পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে ৬.০৫ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫২.১৫ শতাংশ শেয়ার।

সান বিডি/এসকেএস