যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৬ ১১:২৬:২৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের যমুনা ব্যাংকের বোর্ড সভা আগামী ২২ জুলাই অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন ব্যাংকটির বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৯ (জানুয়া-জুন’১৯) সমাপ্ত ৬ মাসে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।
আগের বছর একই অর্থাৎ ২০১৮ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে যমুনা ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ১.৭৬ টাকা।
সান বিডি/এসকেএস