তৃতীয় প্রান্তিকে আয় কমেছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৭ ১০:৩৮:১৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের (জুলাই-সেপ্টেম্বর)তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে কোম্পানির প্রিমিয়াম আয় কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,১৮) ৮ কোটি ৪২ লাখ ৪ হাজার টাকার প্রিমিয়াম আয় কমেছে। আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ৩৫ লাখ ৭ হাজার টাকার।

৬ মাসে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ৫৩ কোটি ৬১ লাখ টাকার। আর তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৮২৭ কোটি ৩৭ লাখ টাকার। আগের বছর একই সময় ছিল ৪০ কোটি ৮৯ লাখ টাকার। আর তহবিলের পরিমাণ ছিল ৮০৫ কোটি ৭৬ লাখ টাকা।

সান বিডি/এসকেএস