শেয়ার হস্তান্তর হবে প্রাইম ইসলামী লাইফের সাবেক উদ্যোক্তা পরিচালকের

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৭ ১৪:২৫:৩০


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক উদ্যোক্তা পরিচালক মরহুম মঞ্জুর উল করিমের শেয়ার হস্তান্তর করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জান গেছে।

জানা গেছে, ব্যাংকটির এই পরিচালকের সর্বমোট ৪ লাখ ৬ হাজার ৯৩৪টি শেয়ার রয়েছে। তার শেয়ারগুলো ছেলে মুনাজ্জির সেহমত করিমকে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, মঞ্জুর উল করিম গত ৪ ডিসেম্বর, ২০১৭ সালে মারা গেছেন তার শেয়ারের নমিনি ছিলেন তার ছেলে মুনাজ্জির সেহমত করিম।

সান বিডি/এসকেএস