ম্যারিকোর ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৫ ১০:৪৭:২৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি গত ৩০ জুন সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের জন্য শেয়ারহোল্ডারদেরকে ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের জন্য ২৫ টাকা লভ্যাংশ দেওয়া হবে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন শেষে এই লভ্যাংশের ঘোষণা করা হয়।

আলোচিত লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২০ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করেছে কোম্পানিটি। এ তারিখে যাদের কাছে শেয়ার থাকবে তারাই কেবল আলোচিত লভ্যাংশ পাবেন।

সান বিডি/এসকেএস