স্মার্টফোনের ব্যাটারির ফুল চার্জ হবে ১০ মিনিটে
প্রকাশ: ২০১৫-১১-১৭ ১৯:২৮:২৩
আধুনিক বিশ্ব মানেই প্রতিযোগিতা। অঘোষিত নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে বিশ্বের মানুষেরা। আর এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি জায়গা দখল করে নিয়েছে স্মার্টফোন।
প্রতিটি মুহূর্তে সারাবিশ্বের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে উন্নত, উন্নয়নশীল এবং অনুন্নত সব দেশেই স্মার্টফোনের ব্যবহার দিন দিন বাড়ছে। এসব ফোনে সব সময় বিভিন্ন অ্যাপ চালু থাকার ফলে দ্রুত শেষ হয় এর চার্জ। আর এর চার্জ দিতেও অনেক সময় লেগে যায়। প্রতি মুহূর্ত স্মার্টফোন সচল রাখতে বর্তমানে মিনি পাওয়ার হাউজ সঙ্গে রাখেন অনেকেই।
এসব ঝামেলা থেকে মুক্তি দিতে স্মার্টফোনের নতুন ব্যাটারি বাজারে এনেছে চীনের টেক জায়ান্ট হুয়াওয়ে। সম্প্রতি জাপানে অনুষ্ঠিত একটি প্রযুক্তি সম্মেলনে নতুন প্রযুক্তির লিথিয়াম আয়ন ব্যাটারির দুটি নমুনা দেখিয়েছে কোম্পানিটি। তাদের উৎপাদিত ওই ব্যাটারির ফুল চার্জ হতে সময় লাগবে মাত্র ১০ মিনিট। নতুন এই স্মার্ট ব্যাটারি চার্জ দিতে প্রয়োজন বিশেষ ধরনের একটি চার্জার। ওই অনুষ্ঠানে ব্যাটারির সঙ্গে ওর চার্জারেরও মোড়ক উন্মোচন করেছে হুয়াওয়ে।
হুয়াওয়ে জানিয়েছে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে ৩০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির ৪৮ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৫ মিনিট, যা ১০ ঘণ্টা পর্যন্ত স্মার্টফোনের চার্জ ধরে রাখতে সক্ষম।
৬০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির মতো আরও কম ক্ষমতার ব্যাটারি চার্জ হতে আরও কম সময় লাগবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তারা বলছে, এ ধরণের ব্যাটারি মাত্র ২ মিনিটে ৬৮ শতাংশ চার্জ হবে। যেখানে সাধারণ ব্যাটারির মাত্র ২ শতাংশ চার্জ হতেই ২ মিনিটের বেশি সময় লাগে।
দ্রুত চার্জ হলেও নতুন এই প্রযুক্তির লিথিয়াম আয়ন ব্যাটারি কার্যক্ষমতার মেয়াদ কমবে না বলেও দাবি করেছে হুয়াওয়ে। গ্রাহক পর্যায়ে কবে থেকে নতুন ব্যাটারি পাওয়া যাবে সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
সূত্র: বিবিসি