ওমেরা পেট্রোলিয়ামের রোড শো ২০ অক্টোবর

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১০-০২ ১২:০৮:৫৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের (ওপিএল) রোড শো ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় রেডিশন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, এয়ারপোর্ট রোড, ঢাকাতে রোড শো অনুষ্ঠিত হবে। এতে পুঁজিবাজারের যোগ্য বিনিয়োগকারীদের (ইলিজিবল ইনভেস্টর) উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড। রেজিস্টার টু দি ইস্যু হিসেবে কাজ করছে বিএলআই ক্যাপিটাল লিমিটেড।

সানবিডি/এসকেএস