৩ কোম্পানির বোর্ড সভা আজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১০ ১০:৩০:৩১


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির লভ্যাংশ এবং প্রান্তিক প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ বিকেলে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৩টি হলো : বাংলাদেশ সাবমেরিন কেবল, বাংলাদেশ ল্যাম্পস এবং আইসিবি ইসলামিক ব্যাংক।

জানা গেছে, কোম্পানি ৩টির মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবলের বোর্ড সভা বিকাল ৪টায়, বাংলাদেশ ল্যাম্পসের বিকাল ৩টায় এবং আইসিবি ইসলামিক ব্যাংকের বোর্ড সভা বিকাল ২.৩৫টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল এবং বাংলাদেশ ল্যাম্পসের বোর্ড সভা ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আর আইসিবি ইসলামিক ব্যাংকের বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর (জানুয়ারি-সেপ্টেম্বর) ২০১৯ সমাপ্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

সানবিডি/এসকেএস