নর্দার্ণ জুটের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-১৫ ১৬:৪৭:৫৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের নর্দার্ণ জুট লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩.২৯ টাকা। কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮০.৩৩ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২২.৬৬ টাকা (নেগেটিভ)।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ ডিসেম্বর, সকাল সাড়ে ৯টায়, রাওয়া কনভেনশন সেন্টার, মহাখালী, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
সানবিডি/এসকেএস